ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ৮৯ রানে অলআউট গুজরাট

আই পি এল

Apr 18, 2024 - 11:56
 0  9
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ৮৯ রানে অলআউট গুজরাট

গুজরাতের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেল দিল্লি ক্যাপিটালস। ৯০ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় পেল ঋষভ পন্থের দল। টসে জিতে বোলিং নেয় দিল্লি। পুরো ২০ ওভার ব্যাটই করতে পারলেন না গুজরাত টাইটান্সের ব্যাটাররা। দিল্লির বিরুদ্ধে ম্যাচে ১৭.৩ ওভারে ৮৯ রানেই অল আউট হয়ে গেল শুভমান গিলের দল। ২৪ বলে ৩১ রান করা রশিদ খানই গুজরাতের সর্বোচ্চ স্কোরার। দিল্লি বোলারদের মধ্যে সর্বাধিক ৩ উইকেট নিলেন মুকেশ কুমার।২ টো করে উইকেট নিলেন ইশান্ত শর্মা ও ত্রিস্টান স্টাবস। জবাবে ব্যাট করতে নেমে ৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য রান তুলে নেয় দিল্লি। এই ম্যাচ জিতে ছয় নম্বরে উঠে এল দিল্লি। ৭ ম্যাচে ৬ পয়েন্টে রয়েছে দাদার দল। অন্যদিকে ৭ ম্যাচে ৬ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে ৭ নম্বরে নে মে গেল গুজরাত।

চলতি আইপিএ‌লে সর্বনিন্ম স্কোর তুলল গুজরাত, দিল্লির বিরুদ্ধে ম্যাচে ১৭.৩ ওভারে ৮৯ রানেই অল আউট হয়ে গেল শুভমান গিলের দল।৮ রানে ঈশান্তের বল পৃথ্বির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন গিল। আজও বড় রানে ব্যর্থ ঋদ্ধি। ২ রান করে মুকেশ কুমারের বলে বোল্ড হলেন ঋদ্ধিমান।গুজরাত দলের মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হল এই ম্যাচে। মিলার থেকে রাহুল তেওটিয়া সবাই ব্যর্থ হলেন। গুজরাত দলের হয়ে সর্বোচ্চ রান করলেন রশিদ খান, তাঁর সংগ্রহ ২৪ বলে ৩১। দিল্লির বোলারদের মধ্যে মুকেশ কুমার তিনটি, ঈশান্ত শর্মা ও ত্রিস্তান দুটি করে উইকেট নিলেন। চলতি আইপিএলে এটাই সর্বনিন্ম স্কোর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow