ইসরায়েলে ১৫০০ হামাস যোদ্ধার লাশ উদ্ধারের দাবি ফিলিস্তিনের

ফিলিস্তিনের গাজা উপত্যকার আশপাশে প্রায় ১৫০০ স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধার লাশ পাওয়া গেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সঙ্গে থাকা ইসরায়েলি সীমান্তের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের দাবিও করেছে তারা।

Oct 10, 2023 - 12:43
 0  41
ইসরায়েলে ১৫০০ হামাস যোদ্ধার লাশ উদ্ধারের দাবি ফিলিস্তিনের

ফিলিস্তিনের গাজা উপত্যকার আশপাশে প্রায় ১৫০০ স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধার লাশ পাওয়া গেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সঙ্গে থাকা ইসরায়েলি সীমান্তের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের দাবিও করেছে তারা। 

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হেচট আজ সাংবাদিকদের বলেন, গাজা উপত্যকার আশপাশে ইসরায়েলে প্রায় ১ হাজার ৫০০ হামাস সদস্যের লাশ পাওয়া গেছে। গাজার সঙ্গে থাকা সীমান্তে কম-বেশি নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিচার্ড হেচট সাংবাদিকদের বলেছেন, অবরুদ্ধ গাজার আশপাশে ইসরায়েলের ভূখণ্ডে হামাসের প্রায় দেড় হাজার যোদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি সেনারা গাজার আশপাশের এলাকা কমবেশি নিজেদের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। এ ছাড়া গতকাল রাত থেকে গাজা থেকে ইসরায়েলে কোনো অনুপ্রবেশ ঘটেনি। তবে অনুপ্রবেশ ঘটতে পারে।

গত শনিবার হামাস ইসরায়েলে হঠাৎ হামলা চালালে গাজায় পাল্টা হামলা শুরু ইসরায়েল। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এসব হামলায় হতাহতরে সংখ্যাও বাড়ছে হু হু করে। এই যুদ্ধে এ পর্যন্ত দুই দেশে নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ৬ হাজারের বেশি মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow