একসঙ্গে তিন বিসিএসের ক্যাডার ও নন–ক্যাডারের ফল দিতে চায় পিএসসি

বিসিএসে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদ এখনও খালি রয়েছে। সরকারের চাকরিসংক্রান্ত নীতি, মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থী না পাওয়া গেলে সেই পদ শূন্য থাকা সহ কিছু কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। একদিকে পদ শূন্য, অন্যদিকে যোগ্য প্রার্থীরা পাচ্ছে না চাকরি। ফলে পদ শূন্য থাকার পরেও বেকারদের মধ্যে হতাশার সৃষ্টি হচ্ছে।

Oct 1, 2023 - 08:20
 0  25
একসঙ্গে তিন বিসিএসের ক্যাডার ও নন–ক্যাডারের ফল  দিতে চায় পিএসসি

বিসিএসে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদ এখনও খালি রয়েছে। সরকারের চাকরিসংক্রান্ত নীতি, মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থী না পাওয়া গেলে সেই পদ শূন্য থাকা সহ কিছু কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। একদিকে পদ শূন্য, অন্যদিকে যোগ্য প্রার্থীরা পাচ্ছে না চাকরি। ফলে পদ শূন্য থাকার পরেও বেকারদের মধ্যে হতাশার সৃষ্টি হচ্ছে।

চলমান তিনটি বিসিএসের ফলের সঙ্গে ক্যাডার ও নন–ক্যাডারের ফল একসঙ্গে দেওয়ার কথা জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ তিনটি বিসিএস হচ্ছে ৪৩তম, ৪৪তম ও ৪৫তম বিসিএস। ৪৩তম বিসিএসের ভাইভা চলমান ও ৪৪তম বিসিএসের খাতা দেখার কাজ করছে পিএসসি এবং ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে নভেম্বরে।

জানা গেছে, সরকারের তিন লাখের বেশি শূন্য পদ রয়েছে। বেশির ভাগই নন-ক্যাডার। তবে নন-ক্যাডার হলেও এর মধ্যে ক্যাডার পদও রয়েছে। এসব পদ শূন্য থাকায় সরকার বিভিন্ন খাতের রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। অপরদিকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের তদারকিতেও ব্যাহত হচ্ছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

৪০তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হননি এমন প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন চায় পিএসসি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলীর ১৫৬টি পদে মামলা সংক্রান্ত জটিলতার কারণে দুই দফা এ আবেদন নেয় পিএসসি। এ নিয়োগে ৯ম থেকে ১২তম গ্রেডে ৪ হাজার ৪৭৮টি শূন্য পদে নিয়োগে সুপারিশ করার কথা ছিল।

একসঙ্গে কীভাবে তিন বিসিএসের ফলের সঙ্গে নন–ক্যাডারের ফল দেবে পিএসসি—এ বিষয়ে জানতে চাইলে পিএসসির একাধিক সূত্র প্রথম আলোকে জানায়, বর্তমান ৪৩তম বিসিএসের দুই হাজারের বেশি চাকরিপ্রার্থীর ভাইভা নেওয়া শেষ। এ ছাড়া ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা দেখা চলছে। ৪১তম বিসিএসের নন–ক্যাডার নির্বাচনের জন্য পিএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করবে শিগগিরই। এটা শেষ হয়ে গেলে একই সঙ্গে ৪৩তম ও ৪৪তম বিসিএসের নন–ক্যাডারের পছন্দের পদ বাছাই করার কাজ শুরু করবে পিএসসি। এমনভাবে এ কাজটি করতে চায় পিএসসি, যাতে দুটি বিসিএসের ক্যাডারের সঙ্গে সঙ্গে নন–ক্যাডারের ফলও প্রকাশ করতে পারে পিএসসি। এ ছাড়া ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তির সময় পদের পরিমাণ উল্লেখ আছে। সে অনুসারে ক্যাডার ও নন–ক্যাডারের ফল একসঙ্গেই প্রকাশ করবে পিএসসি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow