খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য আওয়ামী লীগ নেতার আহ্বান

বাংলাদেশে বিরোধী দল বিএনপি-র চেয়ারপার্সন খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে করা আবেদনে নেতিবাচক মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। এর ফলে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে মিসেস জিয়াকে জেলে ফেরত গিয়ে নতুন করে আবেদন করতে হবে।

Oct 2, 2023 - 07:08
 0  25
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য  আওয়ামী লীগ নেতার  আহ্বান

বাংলাদেশে বিরোধী দল বিএনপি-র চেয়ারপার্সন খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে করা আবেদনে নেতিবাচক মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। এর ফলে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে মিসেস জিয়াকে জেলে ফেরত গিয়ে নতুন করে আবেদন করতে হবে।

আইন পরিবর্তন করে হলেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার। গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে স্ট্যাটাস দিয়ে তিনি এ আহ্বান জানান।

আজ সোমবার সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ রাশেদুল হাসান হারুন ও সদস্য সচিব কৃষিবিদ প্রফেসর জিকেএম মোস্তাফিজুর রহমান যৌথ বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এ দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং সংগ্রামী আপসহীন নেত্রী খালেদা জিয়া শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রবীণ এই নারী বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড ইতোমধ্যে একাধিকবার পরামর্শ দিয়েছে যে, খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার লিভারের কার্যক্ষমতা প্রায় শেষের দিকে।’

জানতে চাইলে আওয়ামী লীগ নেতা আবদুল মোতালেব বলেন, ‘শেখ হাসিনা মানবতার মা। তিনি খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বাসায় থাকার সুযোগ দিয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস, বিএনপির নেত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যদি বিদেশে পাঠানো হয় তাহলে শেখ হাসিনার ভাবমূর্তি ও আওয়ামী লীগের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। এ কারণেই আমি পোস্টটি দিয়েছি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow