বাংলাদেশ দলের নতুন অধিনায়ক শান্ত, সামলাবেন তিন ফর্ম্যাটের দায়িত্ব

নাজমুল হোসেন শান্ত

Feb 13, 2024 - 01:11
Feb 13, 2024 - 01:25
 0  11
বাংলাদেশ দলের নতুন অধিনায়ক শান্ত, সামলাবেন তিন ফর্ম্যাটের দায়িত্ব

                  

২০১৭ সালের এপ্রিলে শাকিব আল হাসানকে টি-টোয়েন্টির দায়িত্ব নিয়েছিলেন এবং তিন ফর্ম্যাটেই অধিনায়কত্ব সামলেছিলেন। এবার তিন ফর্ম্যাটেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে শাকিব আল হাসানকে সরিয়ে দেওয়া হল। তিন ফর্ম্যাটে এক অধিনায়ক তত্ত্বে ফিরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত কয়েক বছর ধরে বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছিলেন শাকিব আল হাসান। কিন্তু তাঁর অধিনায়কত্ব নিয়ে টাইগারদের মধ্যেই ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল। অনেক রিপোর্টে জানা গিয়েছিল যে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মদতে দল গঠন নিয়ে লাগাতার নোংরামি চালিয়ে যাচ্ছিলেন শাকিব। গত বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপ ক্রিকেট চলাকালীনই শাকিবের বিরুদ্ধে বিদ্রোহ করেন বাংলাদেশ জাতীয় দলের সাত সিনিয়র ক্রিকেটার। 

ওই বিদ্রোহ সামাল দিতে ঢাকা থেকে মুম্বইতে ছুটতে হয়েছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন-সহ বিসিবির পরিচালনা পর্ষদের সদস্যদের। বিশ্বকাপের পরেই শাকিবকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে এমন আশ্বাস দিয়েই বিদ্রোহ ধামাচাপা দেন তাঁরা। সোমবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের কার্যালয়ে বিসিবির বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মন করা হচ্ছে অন্তত আগামী এক বছরের জন্য তিন ফর্ম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্ত।

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow