রিশাদ হতে পারেন সাদা বলের "আশার আলোর"

রিশাদ

Mar 11, 2024 - 07:05
Mar 11, 2024 - 07:11
 0  12
রিশাদ হতে পারেন সাদা বলের  "আশার আলোর"

লেগ স্পিন – বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই একটি অধ্যায় যেন ধু ধু মরুভূমির মত। এত বছরের ক্রিকেটের পথচলা শেষেও বাংলাদেশ এখনও পর্যন্ত ভালো মানের কোনো লেগ স্পিনার খুঁজে পায়নি। বিশ্বের অন্যান্য দেশ যখন একের পর এক লেগি নিয়ে এসে ছড়ি ঘোরাচ্ছে বিশ্বমঞ্চে সেখানে বাংলাদেশের ভাগ্যে ছিল শুধুই হাহাকার আর হতাশার দীর্ঘশ্বাস। তবে দীর্ঘ হতাশার শেষে যেন কিছুটা হলেও আশার আলোর ঝলকানি মিলতে শুরু করেছে, সেই আশার আলোর নাম রিশাদ হোসেন।

একটা সময় ছিল যখন লেগ স্পিনারের হাহাকারে পত্রিকায় বিজ্ঞাপন ছাপানোর উপক্রম হয়েছিল – ‘লেগ স্পিনার চাই।’ লেগিদের মরুভূমির এই দেশে জুবায়ের হোসেন লিখন, তানভীর হায়দার কিংবা আমিনুল ইসলাম বিপ্লবরা লেগ স্পিনের কারণে দলে আসলেও টিকতে পারেননি বেশি দিন। আপাতত জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট আস্থা রাখছে তরুণ লেগি রিশাদ হোসেনের উপর। যদিও এখনও বেশ তরুণ, তবুও আস্থার প্রতিদান কিছুটা হলেও দিতে পেরেছেন রিশাদ।
সম্পূর্ণ নিবন্ধ পড়ুন

গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের ইনিংস যখন ধ্বংসস্তূপ, সেখানে দাঁড়িয়ে সেই তিকশানাকে পেয়েছিলেন রিশাদ হোসেন। তিকশানার ২ ওভারের স্পেলে ১১টি বলই খেলেছেন রিশাদ, ছক্কা মেরেছেন ৪টি। তিকশানার ওপর চড়াও হওয়ার আগেই দুটি ছক্কা মেরেছেন আরেক লঙ্কান তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। তৃতীয় টি-টোয়েন্টিতে রিশাদের সাত ছক্কার আরেকটি বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্ডোর বলে। এক ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটাও রিশাদের হয়ে গেছে। ৩০ বলে রিশাদের ৫৩ রানের ইনিংসটি আট বা এরপর নেমে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow